ঠাকুরগাঁওয়ে ১৩ শিশু করোনায় আক্রান্ত, দুই শ্রেণির পাঠদান বন্ধ
ঠাকুরগাঁও সদর উপজেলার বাহাদুরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ ও পঞ্চম শ্রেণির পাঁচজন ছাত্রীসহ মোট ১৩ জন শিশু করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। গতকাল বুধবার থেকে ওই বিদ্যালয়ের দুই শ্রেণির ক্লাস সাময়িকভাবে বন্ধ রেখেছে বিদ্যালয় কর্তৃপক্ষ।
বিদ্যালয়টির চতুর্থ শ্রেণির দুজন ও পঞ্চম শ্রেণির তিনজন ছাত্রীর নমুনা দেওয়া হয়। নমুনা পরীক্ষা-নীরিক্ষা শেষে তাদের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়। তারা ঠাকুরগাঁও সরকারি শিশু পরিবার বালিকার সদস্য।
ঠাকুরগাঁও সরকারি শিশু পরিবার বালিকার উপ-তত্ত্বাবধায়ক মোছা. রিক্তা বানু জানান, শিশু পরিবারের ২৫ জন ছাত্রীর নমুনা পরীক্ষার করা হয়। এর মধ্যে গতকাল বৃহস্পতিবার পর্যন্ত প্রাথমিক বিদ্যালয়ে পাঁচজনসহ মোট ১৩ ছাত্রীর শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। তাদের আলাদা করে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানান তিনি।
বাহাদুরপাড়া সরকারি প্রাথমিক কর্তৃপক্ষ জানায়, প্রথম শ্রেণি থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত ৪২৬ জন শিক্ষার্থী রয়েছে। এর মধ্যে চতুর্থ শ্রেণিতে রয়েছে ৮৪ জন ও পঞ্চম শ্রেণিতে রয়েছে ৭৬ জন ছাত্র-ছাত্রী।