ডাবল ডোজ টিকা নিয়েও দুই সাংসদ করোনায় আক্রান্ত
সিরাজগঞ্জের দুই সংসদ সদস্য টিকা নেওয়ার পরও করোনায় আক্রান্ত হয়েছেন। তাঁদের একজন টিকার দুটি ডোজের পর বুস্টার ও অপরজন দুটি ডোজ সম্পন্ন করেছেন।
করোনায় আক্রান্তরা হলেন সিরাজগঞ্জ-১ (কাজীপুর) আসনের সংসদ সদস্য তানভীর শাকিল জয় ও সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের সংসদ সদস্য ডা. আব্দুল আজিজ। দুজনই রাজধানী ঢাকার বাসায় ডাক্তারের পরামর্শে চিকেৎসা নিচ্ছেন।
সংসদ সদস্য তানভীর শাকিল জয় জানান, এবার নিয়ে তিনি তৃতীয়বার করোনায় আক্রান্ত হয়েছেন। করোনাভাইরাসের দুটি টিকা এবং তারপর বুস্টার ডোজ নিয়েও তিনি করোনায় আক্রান্ত হয়েছেন।
তানভীর বলেন, ‘চিকিৎসকের পরামর্শে বাসায় থেকে চিকেৎসা নিচ্ছি।’ তিনি জনগণের কাছে দোয়া চেয়েছেন।
করোনার টিকার দ্বিতীয় ডোজ নিয়েও আক্রান্ত হয়েছেন সংসদ সদস্য আব্দুল আজিজ। আট দিন আগে তাঁর দেহে করোনার উপস্থিতি শনাক্ত হয়।
আব্দুল আজিজের ব্যক্তিগত সহকারী কামরুল আহসান রাসেল জানিয়েছেন, সর্দি-কাশি থাকলেও তাঁর তেমন সমস্যা হচ্ছে না। বাসায় থেকেই চিকিৎসা নিচ্ছেন বলে জানান তিনি।