ঢাকায় প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ
করোনার কারণে কর্মহীন অসহায় পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর উপহার বিতরণ করেছেন ঢাকা জেলা প্রশাসক মো. শহীদুল ইসলাম।
আজ শনিবার মিরপুর-১১ নম্বরে অবস্থিত বাংলাদেশ শিশু একাডেমি, ঢাকা জেলার তত্ত্বাবধানে পরিচালিত শিশু বিকাশ ও প্রাকপ্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অসহায় ৬০টি পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর উপহার তুলে দেওয়া হয়। উপহারের মধ্যে ছিল দুধ, চাল, ডাল, তেল, আলু, লবণ, সাবানসহ বিভিন্ন খাদ্যসামগ্রী।
এই বিদ্যালয়টি সাধারণত বস্তিতে বসবাসকারী দিনমজুর, রিকশাচালকসহ নিম্নআয়ের মানুষদের ছেলেমেয়েদের পাঠ দিয়ে আসছে। কাজেই এমন কর্মহীন, দিনমজুর, অসহায় পরিবারের মাঝে এই খাদ্যসামগ্রী বিতরণ চলমান থাকবে বলেও জেলা প্রশাসকের পক্ষ থেকে জানানো হয়।
প্রধানমন্ত্রীর উপহার বিতরণ শেষে জেলা প্রশাসক মো. শহীদুল ইসলাম উপস্থিত গণমাধ্যমকর্মীদের বলেন, করোনাভাইরাসজনিত মহামারির কারণে কর্মহীন হয়ে পড়া কোনো পরিবার খাদ্য সংকটে ভুগবে না। সরকারের ৩৩৩ নাম্বারে কল করে যারা খাদ্য সহযোগিতা চাচ্ছেন, ঢাকা জেলা প্রশাসনের পক্ষ হতে তাদেরকেও খাদ্যসামগ্রী পৌঁছে দেওয়া হচ্ছে।