ঢাকা কলেজ শিক্ষার্থীর টাকা ছিনতাইয়ের ঘটনায় দুই আসামি রিমান্ডে
ঢাকা কলেজের শিক্ষার্থীর কাছ থেকে সাড়ে ৪৫ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার ঘটনায় গ্রেপ্তার দুই আসামির একদিনের রিমান্ড দিয়েছেন আদালত। আজ শুক্রবার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহনা আলমগীর এই আদেশ দেন।
ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলার তদন্ত কর্মকর্তা আসামিদের হাজির করে সাতদিন রিমান্ডের আবেদন করেন। শুনানি শেষে বিচারক এক দিনের রিমান্ড মঞ্জুর করেন।
রিমান্ডে যাওয়া আসামিরা হলেন- জসিম উদ্দিন ওরফে জর্জি ও মীর হোসেন।
নথি থেকে জানা গেছে, গত ১৫ অক্টোবর ঢাকা কলেজের শিক্ষার্থী মো. স্বাধীন সরকার (২৩) ও তার চাচাতো ভাই মোশারফ হোসেন সবুজ (৩৭) কলেজ থেকে রিকশাযোগে আদাবরে নিজ বাসায় যাচ্ছিলেন। তাঁরা মোহাম্মদপুর থানাধীন লালমাটিয়ার সানরাইজ প্লাজার পাশে পান কেনার জন্য রিকশা থামান। সেখানে মোটরসাইকেল নিয়ে দুজন অজ্ঞাত ব্যক্তি তাঁদের কাছে এসে ভয় দেখান এবং মারধর করেন। এ সময় আরও দুজন ব্যক্তি মোটরসাইকেলে এসে গুলি করার ভয় দেখিয়ে সাড়ে ৪৫ হাজার টাকা ছিনিয়ে নেন।
এ ঘটনায় স্বাধীন সরকার বাদী হয়ে মোহাম্মদপুর থানায় মামলা করেছিলেন।