ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২
ঘন কুয়াশার কারণে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে পৃথক সড়ক দুর্ঘটনায় দুজন নিহত ও কমপক্ষে ১০ জন আহত হয়েছে। আজ বৃহস্পতিবার ভোর ৫টা থেকে সকাল ৮টার মধ্যে এ দুর্ঘটনা ঘটে। এতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। চরম দুর্ভোগের শিকার হন যাত্রীরা।
পরিবহণ শ্রমিক ও যাত্রীরা জানায়, ঘন কুয়াশার কারণে বঙ্গবন্ধু সেতুর পূর্ব প্রান্ত থেকে মির্জাপুর উপজেলার গোড়াই ওভার ব্রিজ পর্যন্ত অন্তত সাতটি সড়ক দুর্ঘটনা ঘটে। করটিয়ার বাঐখোলা এলাকায় বাস-ট্রাকের মধ্যে সংঘর্ষে একজন এবং মির্জাপুর উপজেলার মনসুর দুল্যা নামক স্থানে মালবাহী ট্রাক-বাস ও প্রাইভেটকারের মধ্যে ত্রিমুখী সংঘর্ষে একজন নিহত হয়।
এ ঘটনায় আহত হয় কমপক্ষে ১০ জন। আহতদের মির্জাপুর কুমুদিনী হাসপাতাল, জামুর্কি সরকারি স্বাস্থ্য কমপ্লেক্স এবং টাঙ্গাইল সদর হাসপাতালে নেওয়া হয়েছে।
এ ব্যাপারে গোড়াই হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা মো. টুটুল বলেন, ‘পৃথক সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। আহতদের চিকিৎসা চলছে। নিহত দুজনের পরিচয় এখনও পাওয়া যায়নি। পরিচয় জানার চেষ্টা চলছে।’