ঢাকা-সিলেট মহাসড়কের হোটেল উজান ভাটিকে ৩ লাখ টাকা জরিমানা
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে জাতীয় নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের অভিযানে ঢাকা-সিলেট মহাসড়কে হোটেল উজান ভাটিকে তিন লাখ টাকা জরিমানা করা হয়েছে। সোমবার বিকেলে এ অভিযান চালানো হয়।
ব্রাহ্মণবাড়িয়া জেলা নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের কর্মকর্তা ফারহান ইসলাম জানান, আশুগঞ্জে বিলাসবহুল হাইওয়ে রেস্টুরেন্ট হোটেল উজান-ভাটিতে অপরিচ্ছন্ন পরিবেশে খাবার রান্না করে যাত্রীসহ জেলার লোকজনকে খাওয়ানো হয়। এমন খবরের ভিত্তিতে সোমবার বিকেলে হোটেল উজান ভাটিতে গেলে দেখা যায়, একেবারে নোংরা পরিবেশে খাবার রান্না করা হচ্ছে। হাতেনাতে ধরা পড়ায় নিরাপদ খাদ্য আইন-২০১৩-এর ৩৩ ধারা মোতাবেক হোটেল উজান ভাটিকে তিন লাখ টাকা জরিমানা করেছেন নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুব হাছান। এ সময় তাঁর সঙ্গে ছিলেন নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের মনিটরিং কর্মকর্তা ইমরান হোসেন এবং ব্রাহ্মণবাড়িয়া জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা ফারহান ইসলাম।’