তারেক রহমান তৃণমূলের নেতা : শাহজাদা মিয়া
বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আলহাজ জহিরুল হক শাহজাদা মিয়া বলেছেন, ‘তারেক রহমান একমাত্র তৃণমূলের নেতা। তিনি জাতির উদ্দেশে রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখা দিয়েছেন। সে অনুযায়ী রাষ্ট্র পরিচালিত হবে।
আজ রোববার (৮ জানুয়ারি) বিকেলে মাদারীপুর জেলা বিএনপিনেতা জাহানদার আলী জাহানের বাসভবনে অনুষ্ঠিত সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে শাহজাদা মিয়া একথা বলেন।
জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট জাফর আলী মিয়ার সভাপতিত্বে সুধী সমাবেশে বিশেষ অতিথি ছিলেন শামা ওবায়েদ ও আনিসুর রহমান তালুকদার খোকন।
সুধী সমাবেশ পরিচালনায় ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব জাহানদার আলী জাহান। ১১ জানুয়ারি দলের ডাকা অবস্থান ধর্মঘট সফল করার লক্ষে এ সুধী সমাবেশে বক্তব্য দিতে গিয়ে বিশেষ অতিথি শামা ওবায়েদ বলেন, ‘এই সরকার সব কিছু লুট করেছে, আজ ব্যাংকে কোনো টাকা নেই।’
সুধী সমাবেশ বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন ইউনিটের দুই শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।