তায়কোয়ান্দোতে মাইনু মারমার স্বর্ণ জয়
বঙ্গবন্ধু নবম বাংলাদেশ গেমসের তায়কোয়ান্দোতে স্বর্ণপদক জিতেছেন বাংলাদেশ আনসারের মাইনু মারমা। অনূর্ধ্ব-৫৭ কেজি ওজন শ্রেণিতে এই পদক জেতেন তিনি। চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার জান্নাতুল তামান্নাকে ২৫-২ স্কোরে হারিয়ে স্বর্ণ জিতেছেন তিনি।
এই ইভেন্টে যৌথভাবে ব্রোঞ্জ পদক জিতেছেন সেনাবাহিনীর মার্জিয়া আক্তার ও রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার সাইকা ইসলাম।
নারীদের ৫৩ কেজি ওজন শ্রেণিতে স্বর্ণপদক জিতেছেন বাংলাদেশ সেনাবাহিনীর নিগার সুলতানা। ফাইনালে ২০-১১ স্কোরে আনসারের প্রভা চাকমাকে হারিয়েছেন তিনি। ব্রোঞ্জপদক জিতেছেন কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার ইসরাত জাহান রিয়া ও চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার উম্মে কুলসুম তুলি।
নারীদের ৪৯ কেজি ওজন শ্রেণিতে স্বর্ণপদক জিতেছেন সেনাবাহিনীর জান্নাতুল সুলতানা। ফাইনালে তিনি ২১-১১ স্কোরে বাংলাদেশ আনসারের লুবনা আক্তারকে হারান। এই ইভেন্টে যৌথভাবে ব্রোঞ্জ জিতেছেন সিরাজগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার ইভা খাতুন ও ব্রাহ্মণবাড়িয়া জেলা ক্রীড়া সংস্থার জিং রাম কিম বম।
অনূর্ধ্ব-৪৬ কেজি ওজন শ্রেণিতে স্বর্ণ জিতেছেন সেনাবাহিনীর সুমনা মুন্নি। ফাইনালে তিনি ২০-৮ স্কোরে আনসারের বিনোতি চাকমাকে হারিয়ে দেন। এতে যৌথভাবে ব্রোঞ্জপদক জিতেছেন সিরাজগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার তুহিন খাতুন ও চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার মারিয়া জান্নাত।