তুরস্কে বাংলাদেশিদের জন্য কনস্যুলেটের হটলাইন চালু
তুরস্কে বসবাসরত বাংলাদেশি নাগরিকদের জরুরি প্রয়োজনে কনস্যুলেটের হটলাইন খোলা হয়েছে। তথ্যের জন্য ওই হটলাইন নম্বরে যোগাযোগের অনুরোধ জানিয়েছে ইস্তাম্বুলে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল। নম্বরটি হলো—+৯০৮০০২৬১০০২৬।
স্থানীয় সময় সোমবার রাতে ইস্তাম্বুলের বাংলাদেশ কনস্যুলেট জেনারেল এক ক্ষুদে বার্তায় এ তথ্য জানায়। বার্তায় তুরস্কে ভয়ঙ্কর ভূমিকম্পে হতাহতের ঘটনায় গভীর শোক এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে কনস্যুলেট জেনারেল।
বার্তায় বলা হয়, ‘ইস্তাম্বুলস্থ বাংলাদেশ কনস্যুলেট জেনারেল তুরস্কের দক্ষিণাঞ্চলে ভয়াবহ ভূমিকম্পে ব্যাপক হতাহতের ঘটনায় গভীর শোক এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছে। তুরস্কে বসবাসরত বাংলাদেশি নাগরিকগণকে জরুরি প্রয়োজনে কনস্যুলেটের হটলাইন নম্বর +৯০৮০০২৬১০০২৬ এ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হল।’
এর আগে সিরিয়ার সীমান্তবর্তী দক্ষিণ-পূর্ব অঞ্চলে সোমবার ভোরে সাত দশমিক ৮ মাত্রার কম্পনে বড় বড় ভবন ধসে পড়ে। সে সময় ওই ভবনগুলোতে মানুষ ঘুমিয়েছিল। এর কয়েক ঘণ্টা পর সাত দশমিক ৬ মাত্রার ভূমিকম্প হয়। এই ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে প্রায় চার হাজারের কাছাকাছি পৌঁছেছে। এর মধ্যে তুরস্কে সব থেকে বেশি হতাহত হয়েছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, ‘মৃতের এই সংখ্যা কয়েক গুণ বাড়তে পারে। এবং তা বর্তমান সংখ্যার আটগুণে পৌঁছাতে পারে।’