থুতু ফেলার জেরে কিশোরকে কুপিয়ে হত্যার অভিযোগে গ্রেপ্তার ৪
নরসিংদীর মাধবদীতে পায়ের সামনে থুতু ফেলার জেরে এক কিশোরকে কুপিয়ে হত্যার অভিযোগে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ রোববার সন্ধ্যায় নিহত কিশোরের মা বাদী হয়ে ১১ জনের বিরুদ্ধে মাধবদী থানায় হত্যার অভিযোগ করায় পুলিশ তাদের গ্রেপ্তার করে।
এর আগে রোববার ভোর রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই কিশোর মারা যায়। নিহত কিশোরের নাম মোবারক হোসেন ওরফে শাহ আলম (১৭)। সে নারায়ণগঞ্জের আড়াইহাজারের সাতগ্রাম ইউনিয়নের বাহাদুরপুর গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে। মোবারক মাধবদীর এসপি ইনস্টিটিউশন থেকে এবার এসএসসি পরীক্ষা দিয়েছে।
পুলিশ জানায়, এলাকায় আধিপত্য নিয়ে দুই কিশোর গ্যাঙয়ের মধ্যে দ্বন্দ্ব চলে আসছিল। শনিবার সন্ধ্যা ৭টার দিকে মাধবদীর দক্ষিণ বিরামপুর এলাকার আওয়াল মোল্লার চায়ের দোকানের সামনে নিহত মোবারক হোসেন ক্যারাম খেলছিল। এই সময় সেলিম নামে একজনের পায়ের সামনে থুতু ফেলে মোবারক। এর জেরে সেলিমের লোকজন মোবারককে এলোপাতাড়ি কোপাতে থাকে। পরে চিৎকারে আশপাশের মানুষ এগিয়ে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। উদ্ধার করে প্রথমে মাধবদী হাসপাতালে, পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ ভোর রাতে তার মৃত্যু হয়। পরে মোবারকের মা বাদী হয়ে মাধবদী থানায় ১১ জনকে আসামি করে মামলা করেন।
এ বিষয়ে মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রকিবুজ্জামান জানান, এ হত্যাকাণ্ডের ঘটনায় পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ করা হয়েছে। অভিযোগটি যাচাই-বাছাই শেষে মামলাও প্রক্রিয়াধীন। এরই মধ্যে পুলিশ অভিযান চালিয়ে হত্যাকাণ্ডে জড়িত চারজনকে গ্রেপ্তার করেছে। বাকিদের গ্রেপ্তারে অভিযান চলছে।