দাঁড়িয়ে থাকা ট্রাকে মোটরসাইকেলের ধাক্কা, ছাত্রলীগের দুই কর্মী নিহত
শেরপুরের নকলা উপজেলায় সড়ক দুর্ঘটনায় ছাত্রলীগের দুই কর্মী নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার রাত ১২টার দিকে উপজেলার চন্দ্রকোনা সড়কের কায়দা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতেরা হলেন—রাব্বি (২০) ও ওয়াসিম (২০)। তাঁদের বাড়ি উপজেলার মোছার চর এলাকায়।
রাব্বি ঘটনাস্থলেই নিহত হন। আজ বুধবার সকালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় ওয়াসিমের।
প্রত্যক্ষদর্শীদের উদ্ধৃত করে নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুশফিকুর রহমান জানান, কাঠ ওঠানোর জন্য কায়দা এলাকার একটি করাত কলের সামনে ট্রাক দাঁড়ানো ছিল। এ সময় বিপরীত দিক থেকে দ্রুতগতির মোটরসাইকেল ট্রাকে আঘাত করে ছিটকে পড়ে।
এতে মোটরসাইকেলের চালক রাব্বি ঘটনাস্থলেই নিহত হন। গুরুতর আহত অপর আরোহী ওয়াসিমকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া হয়। আজ বুধবার সকালে ওয়াসিমের মৃত্যু হয়।
নিহত দুজনই ছাত্রলীগের কর্মী ছিলেন বলে দলীয় সূত্র জানিয়েছে।