দিনাজপুরে জঙ্গি সন্দেহে তিন উপজেলা থেকে আটক ৪৭
দিনাজপুর সদর, বিরল ও বোচাগঞ্জ উপজেলার তিনটি স্থান থেকে জঙ্গি সন্দেহে মোট ৪৭ জনকে আটক করেছে পুলিশের একটি বিশেষ দল। আটক করা ব্যক্তিরা সবাই তাবলিগ জামাতে এসেছিলেন। তাঁরা দেশের বিভিন্ন জেলার বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ।
জানা গেছে, গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক ১টা থেকে আড়াইটা পর্যন্ত পুলিশের একটি বিশেষ দল অভিযান পরিচালনা করে। অভিযানে বিরল উপজেলা থেকে ১৭ এবং সদর ও বোচাগঞ্জ থেকে ৩০ জনসহ মোট ৪৭ জনকে জঙ্গি সন্দেহে আটক করে পুলিশ।
দিনাজপুর পুলিশ সুপার মোহাম্মদ আনোয়ার হোসেন জানান, অভিযান চালানো দলটি আটক করা ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করছে। এ ব্যাপারে ঢাকা থেকে প্রেস ব্রিফিং করা হবে বলে তিনি জানিয়েছেন।