দিনাজপুরে বাস-পিকআপ সংঘর্ষে চালকসহ নিহত ৩
দিনাজপুরের দশমাইল টেক্সটাইল মোড়ে বিআরটিসি বাস ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে চালকসহ ৩ জন নিহত হয়েছে। আজ সোমবার (২০ মার্চ) সন্ধ্যা পৌনে ৬টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- চিরিরবন্দর উপজেলার সাতনালা গ্রামের আব্দুল করিমের ছেলে ফয়জার আলী (২৭), সামসুর রহমানের ছেলে সোহান (২৫) ও লেয়াকত আলীর ছেলে মোস্তাকিম (২৭)। এরা সকলেই পিকআপে ছিলেন।
দিনাজপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা মেহফুজ তানজিল জানান, দুর্ঘটনার পর পিকআপটি দুমড়ে-মুচড়ে যায়। বিআরটিসি বাসটিও ক্ষতিগ্রস্ত হয়। তবে কয়েকজন আহত হলেও তারা গুরুতর নয়। দুর্ঘটনার পর কিছু সময় দিনাজপুর-রংপুর রুটে বাস চলাচল বন্ধ ছিল।
দিনাজপুরের কোতোয়ালি থানার ওসি (তদন্ত) মওলা বকস বিষয়টি নিশ্চিত করেছেন।