দিনাজপুরে ৭২০ ইয়াবাসহ গ্রেপ্তার ১
দিনাজপুরে ৭২০ ইয়াবাসহ আব্দুল হাকিম (৪১) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। আজ বুধবার সকাল সাড়ে ১০টার দিকে পার্বতীপুর উপজেলা থেকে এই তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আব্দুল হাকিমের বাড়ি দিনাজপুরের পার্বতীপুর উপজেলার ৯ নম্বর হামিদপুর ইউনিয়নের খলিলপুর সরদারপাড়া এলাকায়।
দিনাজপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক মো. শাহ নেওয়াজ জানান, গোপন সংবাদের ভিত্তিতে আজ সকালে পার্বতীপুরের হামিদপুর নিজ বাড়িতে তল্লাশি করে একটি প্লাস্টিক কৌটার ভেতর থেকে পলিথিন মোড়ানো অবস্থায় ৭২০টি ইয়াবা উদ্ধার করা হয়। এসময় মাদক ব্যবসায়ী মো. আব্দুল হাকিমকে গ্রেপ্তার করা হয়। জব্দকৃত ইয়াবার আনুমানিক মূল্য দুই লাখ ১৬ হাজার টাকা।
মো. শাহ নেওয়াজ জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে আব্দুল হাকিমকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।