দীঘিনালার দুর্গম গ্রামে অজ্ঞাত রোগে শিশুর মৃত্যু, আক্রান্ত বহু
খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার মেরুং ইউনিয়নের দুর্গম রথিচন্দ্র কার্বারিপাড়াসহ আশপাশের কয়েকটি এলাকায় অজ্ঞাত রোগে ১৮ থেকে ২০ জন শিশু অসুস্থ হয়ে পড়েছে। এতে এক শিশুর মৃত্যু হয়েছে।
খাগড়াছড়ি সদর থেকে ১৭ কিলোমিটার দূরবর্তী প্রত্যন্ত রথিচন্দ্র কার্বারিপাড়া ছাড়াও জেরকপাড়া ও হেমকপাড়ার শিশুদের মধ্যে এই রোগ ছড়িয়ে পড়েছে।
স্থানীয়রা জানায়, শনিবার ধনিকা ত্রিপুরা (৯) নামের এক স্কুলছাত্রী মারা গেছে। সে তৃতীয় শ্রেণিতে পড়ত। এখন এলাকার প্রায় ১৮ থেকে ২০ জন শিক্ষার্থী এই রোগে আক্রান্ত হয়েছে। যাদের প্রত্যেকের বয়স ১০ বছরের নিচে।
এদিকে অবস্থা সংকটাপন্ন হওয়ায় চরণ বিকাশ ত্রিপুরার ছেলে পান্তই ত্রিপুরাকে দীঘিনালা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
চরণ বিকাশ ত্রিপুরা জানান, গ্রামের এমন আরো অনেকের অবস্থাই ভালো নয়। কিন্তু যানবাহন চলাচল বন্ধ থাকায় এবং আর্থিক সংকটের কারণে তারা তাদের শিশুদের হাসপাতালে নিয়ে যেতে পারেননি।
খবর শুনে স্বাস্থ্য বিভাগের একটি মেডিকেল টিম গতকাল রোববার দুপুরে ঘটনাস্থলে যান। মেডিকেল টিমের চিকিৎসকরা রথিচন্দ্রপাড়ার বটতলায় বিভিন্ন এলাকা থেকে নিয়ে আসা রোগীদের দেখেন। তাদের চিকিৎসার জন্য ওষুধও দেন। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ উল্লাহও সঙ্গে ছিলেন।
ইউএনও মোহাম্মদ উল্লাহ বলেন, ‘যদি এটা হামের লক্ষণ হয় অথবা শিশুরা হামেই আক্রান্ত হয়ে থাকে। তাহলে বিশেষ ব্যবস্থায় এমআর ক্যাম্পেইন করার উদ্যোগ নেওয়া হবে।’