দুই কার্যদিবসে রায়, আসামি খালাস
মাত্র দুই কার্যদিবসে একটি ধর্ষণ মামলার রায় দিয়েছেন রংপুরের নারী ও শিশু নির্যাতন দমন আদালত-৩-এর বিচারক। রায়ে এ মামলার একমাত্র আসামি মোস্তাফিজার রহমানকে বেকসুর খালাসের আদেশ দিয়েছেন বিচারক পাভেল রায়হান।
মামলার বিবরণে জানা গেছে, রংপুরের কাউনিয়া উপজেলার বিশ্বনাথ গ্রামে মোস্তাফিজার রহমান নামের এক ব্যক্তির বিরুদ্ধে গত ৮ জানুয়ারি ধর্ষণ মামলা করেন ওই এলাকার এক গৃহবধূ। আদালত পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) মামলাটি তদন্তের নির্দেশ দেন। ২৯ ফেব্রুয়ারি তদন্ত প্রতিবেদন দাখিল করে পিবিআই। মামলাটির অভিযোগ গঠন হয় ২ সেপ্টেম্বর। বাদীপক্ষের সব সাক্ষীর জবানবন্দি ও জেরা গ্রহণ করা হয় গতকাল সোমবার ২৩ নভেম্বর।
আজ বিকেলে যুক্তিতর্ক শেষে রায় ঘোষণা করেন নারী ও শিশু নির্যাতন দমন আদালত-৩-এর বিচারক পাভেল রায়হান।
দেশের বিচার বিভাগের ইতিহাসে এই প্রথম মাত্র দুই কার্যদিবসে দেওয়া রায়কে ঘিরে সকাল থেকে আদালতপাড়ায় ব্যাপক চাঞ্চল্য বিরাজ করছিল।