দুই সন্তানকে বিষ খাইয়ে মায়ের আত্মহত্যা
শরীয়তপুরে দুই সন্তানকে বিষপান করিয়ে নিজে বিষপানে আত্মহত্যা করেছেন এক মা। এতে দুই বছর বয়সী ছেলে ও সাড়ে তিন বছরের মেয়ে ভাগ্যক্রমে বেঁচে গেলেও তাদের অবস্থা আশঙ্কজনক।
আজ রোববার দুপুরে গোসাইরহাট উপজেলা দাসের জঙ্গল পৌরসভায় ৫ নম্বর ওয়ার্ডে টোকন হাওলাদারের ভাড়া বাড়িতে এ ঘটনা ঘটে।
জানা গেছে, পারিবারিক কলহের জেরে উপজেলার লক্ষ্মীপুর গ্রামের ভ্যানচালক সাইফুল ইসলাম হাওলাদারের স্ত্রী সুমাইয়া বেগম (২৫), মেয়ে হালিমা আক্তার ও ছেলে আবু হেরাকে বিষপান করিয়ে নিজেও বিষপান করেন। দেখতে পেয়ে স্থানীয়রা তাদের উদ্ধার করে গোসাইরহাট হাসপাতালে ভর্তি করে। ছেলে ও মেয়ে বেঁচে গেলেও মা বিষক্রিয়ায় মারা যান।
গোসাইরহাট হাসপাতালের মেডিকেল অফিসার আল আমিন হোসেন বলেন, ‘আমাদের এখানে বিষপানের পর রোগী নিয়ে এলে আমরা তাদের ওয়াশ করে স্যালাইন দিয়ে শরীয়তপুর সদর হাসপাতালে রেফার্ড করে দেই।’
শরীয়তপুর হাসপাতালের তত্ত্বাবধায়ক চিকিৎসক ডা. মুনীর আহমদ খান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, ছেলে আবু হেরা ও মেয়ে হালিমা চিকিৎসাধীন আছে, তবে তাদের অবস্থা আশঙ্কাজনক। তাদের দ্রুত উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে পাঠানো হবে।
সুমাইয়ার স্বামী সাইফুল ইসলাম বলেন, ‘দুই দিন আগে আমার সঙ্গে স্ত্রীর ঝগড়া হয়। এ নিয়ে স্ত্রী ক্ষুব্ধ ছিল। প্রতিদিনের মতো সকালে কাজের সন্ধানে বের হওয়ার পর শুনেছি, সে দুই সন্তানকে নিয়ে বিষপান করেছে। হঠাৎ সুমাইয়ার এমন কাজ করবে, ভাবতে পারিনি।’
গোসাইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা সোয়েব আলী বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের কারণে সুমাইয়া তাঁর দুই সন্তানকে বিষাক্ত কিছু সেবন করিয়ে নিজেও তা সেবন করে আত্মহত্যার করেছেন। এখনো কেউ লিখিত অভিযোগ করেনি, লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।