দুদকের মহাপরিচালক মফিজুর রহমান ভূঞা আর নেই
দুর্নীতি দমন কমিশনের (দুদক) আইন শাখার মহাপরিচালক (ডিজি) মফিজুর রহমান ভূঞা আর নেই।
নিজ বাসভবনে গতকাল সোমবার দিবাগত রাত দেড়টার দিকে তিনি মারা যান (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
দুদকের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার এনটিভি অনলাইনকে এ তথ্য নিশ্চিত করেছেন।
দুদক জানায়, মফিজুর রহমান ভুঞা সিনিয়র জেলা ও দায়রা জজ পদ মর্যাদার কর্মকর্তা ছিলেন। তিনি জুডিসিয়াল সার্ভিস থেকে প্রেষণে দুদকে কর্মরত ছিলেন।