দুর্ঘটনায় আহত সাবেক ইউপি সদস্যের মৃত্যু
নোয়াখালী বেগমগঞ্জের রমজান বিবি বাজারে সড়ক দুর্ঘটনায় আহত একলাশপুর ইউনিয়নের এক নম্বর ওয়ার্ডের সাবেক ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য নুরুল ইসলাম চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
গতকাল মঙ্গলবার রাত ৯টার সময় বেগমগঞ্জ উপজেলার রমজান বিবি বাজারে রাস্তা পারাপারের সময় বেগমগঞ্জ থেকে সোনাপুরগামী একটি হলুদ পিকাআপের চাপায় নুরুল ইসলাম মারাত্বক আহত হন। পরে তাঁকে দ্রুত নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে গভীর রাতে তিনি মারা যান।
বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহিদুল হক রনী জানান, ‘বাজারের লোকজন গাড়িটিকে আটক করে। তবে গাড়ির ড্রাইভার পালিয়ে যায়। এখন পর্যন্ত মৃত ইউপি সদস্যের পরিবারের পক্ষ থেকে থানায় কোনো অভিযোগ করা হয়নি।’