দুর্বৃত্তের গুলিতে শিবপুর উপজেলা চেয়ারম্যান গুরুতর আহত
নরসিংদীর শিবপুরে উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও উপজেলা চেয়ারম্যান হারুনুর রশিদ খানকে গুলি করেছে দুর্বৃত্তরা। গুরুতর আহত অবস্থায় তাকে চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
আজ শনিবার (২৫ ফেব্রুয়ারি) ভোরে শিবপুরে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ, গোয়েন্দা পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
পুলিশ বলছে বাড়ির বাইরে তাকে গুলি করা হয়। অন্যদিকে, শিবপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলছেন, বাড়ির ভেতরে ড্রয়িং রুমে তাকে গুলি করা হয়।
এদিকে, প্রবীণ এই রাজনীতিকের ওপর সন্ত্রাসী হামলায় ক্ষুব্ধ স্থানীয় আওয়ামী লীগ নেতাসহ সুশীল সমাজের লোকজন। এ ঘটনার পর থেকে পুরো উপজেলায় থমথমে অবস্থা বিরাজ করছে। বিষয়টি নিশ্চিত করেছেন শিবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ তালুকদার।
শিবপুর উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সামসুল আলম বলেন, ‘উপজেলা চেয়ারম্যান হারুনুর রশিদকে তার বাড়ির ড্রয়িং রুমে গুলি করা হয়েছে। ভোরে তিনজন লোক তার বাসায় যায়। সেখানে তার সঙ্গে কথা বলার পর সেখানেই তাকে গুলি করে। গুলি করার পর তিনি নিজেই অভিযুক্তদের বিষয়ে পুলিশের সঙ্গে কথা বলে গেছেন।’
পুলিশ জানায়, নরসিংদীর শিবপুরে উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও উপজেলা চেয়ারম্যান হারুনুর রশিদ খান আজ ভোর ৫টার দিকে নামাজ আদায় করতে বাড়ি থেকে বের হয়ে মসজিদে যান। সেখান থেকে নামাজ আদায় করে শিবপুর বাজারস্থ বাড়িতে ফিরে যাচ্ছিলেন। ওই সময় হারুনুর রশিদ খান বাড়ির গেইটে পৌঁছালে মোটরসাইকেলে আসা তিনজন মুখোশধারী সন্ত্রাসী পেছন থেকে তাকে লক্ষ্য করে পর পর তিনটি গুলি করে। এতে তিনি পিঠে গুলিবিদ্ধ হন। পরে তাকে উদ্ধার করে প্রথমে শিবপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি হলে দ্রুত তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এ ঘটনার পর থেকে পুরো উপজেলায় থমথমে অবস্থা বিরাজ করছে।
গুলির বিষয়টি নিশ্চিত করে শিবপুর থানার ওসি ফিরোজ তালুকদার বলেন, ‘মুখোশধারী তিন দুর্বৃত্ত উপজেলা চেয়ারম্যানকে পেছন থেকে গুলি করে। এরপর তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। জড়িতদের গ্রেপ্তারে পুলিশি অভিযান শুরু হয়েছে। ঘটনাস্থল ঘিরে রাখা হয়েছে।’