‘দেশে গণতন্ত্র না থাকায় গণমাধ্যমে অস্থিরতা সৃষ্টি হয়েছে’
দেশে গণতন্ত্র না থাকার কারণেই গণমাধ্যমের আজ এই অস্থিরতা। এখান থেকে উত্তরণের জন্য সবার আগে দেশে গণতন্ত্র ফিরিয়ে আনা দরকার বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) একাংশের সভাপতি রুহুল আমিন গাজী।
আজ রোববার দুপুরে যশোর প্রেসক্লাব অডিটরিয়ামে সাংবাদিক ইউনিয়ন আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন রুহুল আমিন গাজী।
রুহল আমিন বলেছেন, ‘দেশের গণমাধ্যম জগতে এখন চরম অস্থিরতা চলছে। সাংবাদিকদের গণহারে চাকরিচ্যুত করা হচ্ছে। দৃশ্য ও অদৃশ্য চাপে স্বাধীন সাংবাদিকতার পথ রুদ্ধ হয়ে যাচ্ছে। আর সে কারণেই সাধারণ মানুষের কাছে গণমাধ্যম গ্রহণযোগ্যতাও হারাচ্ছে।
সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন বিএফইউজের একাংশের মহাসচিব এম আব্দুল্লাহ।
সাংবাদিক ইউনিয়ন যশোরের সভাপতি শহিদ জয়ের সভাপতিত্বে সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য দেন সাংবাদিক নেতা তৌহিদজামান, সাইফুর রহমান সাইফ, বেনজীন খান, এম আইউব, আকরামুজ্জামান প্রমুখ।