দৌলতদিয়া ঘাট বাজারে বিশাল বাঘাইড়
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় পদ্মা নদীতে ধরা পড়েছে প্রায় ৩১ কেজি ওজনের বাঘাইড় মাছ। চলতি মৌসুমে প্রথমবারের মতো এত বড় মাছ ধরা পড়ল।
ইউএনবি এক প্রতিবেদনে জানায়, শুক্রবার ভোরে দৌলতদিয়া ঘাট বাজারে কেছমত শেখের আড়তে সর্বোচ্চ দর ডেকে ৯৫০ টাকা কেজি দরে মাছটি কিনে নেন স্থানীয় ব্যবসায়ী মাসুদ মোল্লা।
তিনি জানান, বৃহস্পতিবার রাতে পাবনার আমিনপুর থানার ঢালারচর এলাকার জেলে মোস্তাক হালদার সহযোগীদের নিয়ে উজানে রাজবাড়ী সদর উপজেলার উড়াকান্দা এলাকায় জাল ফেলেন। পরে গোয়ালন্দের দেবগ্রাম ইউনিয়নের সীমানায় এসে জাল তুলে দেখতে পান এ বিশাল বাঘাইড়।
সকাল সাড়ে ১০টার দিকে দৌলতদিয়া ফেরিঘাটে গিয়ে দেখা যায়, ৫ নম্বর পন্টুনের সঙ্গে মোটা রশি দিয়ে মাছটি বেঁধে পানিতে রাখা হয়েছে। এ সময় কিছু উৎসুক মানুষ মাছটি দেখার জন্য সেখানে ভিড় করেন। পরে মাসুদ মোল্লা ঢাকার গুলশান এলাকার এক ব্যবসায়ীর কাছে মাছটি ১ হাজার টাকা কেজি দরে বিক্রি করে দেন।
উপজেলার ভারপ্রাপ্ত মৎস্য কর্মকর্তা মো. রেজাউল শরীফ জানান, এ মৌসুমে এখন পদ্মা নদীতে মাঝেমধ্যে বড় ধরনের মাছ পাওয়া যাবে। তবে এবার এত বড় বাঘাইড় মাছ এ প্রথম জেলেদের জালে ধরা পড়ল। সাধারণত কৌনা ও ফাইস্যা জালে এ ধরনের বড় মাছ ধরা পড়ে।