ধর্ষণের শিকার নরসিংদীর শিশুটির ‘অবস্থা গুরুতর’
নরসিংদী সদরে ধর্ষণের শিকার দ্বিতীয় শ্রেণির স্কুলছাত্রীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে।
শিশুটির অবস্থা গুরুতর বলে জানিয়েছেন ওসিসির সমন্বয়ক ডা. বিলকিস আক্তার। তিনি বলেন, ‘শিশুটিকে আজ সোমবার সকালে নরসিংদী সদর হাসপাতাল থেকে ঢাকা মেডিকেলে আনা হয়। তার প্রচুর রক্তক্ষরণ হচ্ছিল। তার ক্ষতস্থানে চারটি সেলাই লেগেছে। সব মিলিয়ে তার অবস্থা গুরুতর।’
পুলিশ ও শিশুটির পরিবার জানায়, গতকাল রোববার বিকেলে স্কুল শেষে বাড়ি ফিরছিল। পথে শিশুটির গতিরোধ করে আলামিন (৪০) নামের এক বখাটে। শিশুটির মুখ চেপে ধরে পাশের একটি কলাক্ষেতে নিয়ে যায়।
এরপর গামছা দিয়ে মুখ বেঁধে শিশুটিকে ধর্ষণ করে। পরে তাকে ফেলে রেখে পালিয়ে যায় আলামিন। সময়মতো বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা শিশুটিকে খুঁজতে থাকে। এর একপর্যায়ে বাড়ির কিছুদূরে ওই কলাক্ষেত থেকে শিশুটিকে উদ্ধার করে পরিবারের লোকজন।
প্রথমে স্থানীয় চিকিৎসক ও পরে অবস্থার অবনতি হলে শিশুটিকে নরসিংদী সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান কর্তব্যরত চিকিৎসক।