ধানমণ্ডির মাইডাসে নারী উদ্যোক্তাদের পণ্যমেলা
রাজধানী ঢাকার ধানমণ্ডির মাইডাস সেন্টারে আয়োজন করা হয়েছে নারী উদ্যোক্তাদের পণ্যমেলা। দুই দিনব্যাপী এ মেলার আয়োজন করেছে অনলাইন ভিত্তিক প্ল্যাটফর্ম ‘হার ই-ট্রেড’। নারী উদ্যোক্তাদের ব্যবসার প্রচার, প্রসার ও সফলতাকে ছড়িয়ে দিতে আয়োজিত মেলায় অংশ নিয়েছেন ৬৩ নারী উদ্যোক্তা।
প্রধান অতিথি হিসেবে গতকাল শুক্রবার মেলা উদ্বোধন করেন বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রূপালী চৌধুরী।
হার ই-ট্রেড বলছে, ‘এবার উৎসবমুখর হোক পৃথিবী’ স্লোগানকে সামনে রেখে মেলার আজ শেষ দিন। চলবে রাত ৯টা পর্যন্ত। বাংলা বর্ষবরণ ও ঈদ উল ফিতর উপলক্ষ্যে নিজেদের কাজের প্রচার ও প্রসারে আয়োজন করা হযেছে এই মেলার।
হার ই-ট্রেডের প্রেসিডেন্ট ওয়ারেছা খানম প্রীতি বলেন, ‘ব্যবসায় এখন আর নারীরা পিছিয়ে নেই। ঘরের কাজের পাশাপাশি তাঁরা ব্যবসায়িক কাজও করছেন। অনেক নারীই উদ্যোক্তা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। নারী উদ্যোক্তাদের ব্যবসার প্রচার এবং তাঁদের কাজ ও সফলতাকে স্বীকৃতি দেওয়ার উদ্দেশে ধানমণ্ডির মাইডাস সেন্টারে দুই দিনব্যাপী উদ্যোক্তা ও পণ্য মেলার আয়োজন করা হয়। আজ শনিবার রাত ৯টায় মেলার পর্দা নামবে।’
‘হার ই-ট্রেড’ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ভিত্তিক প্ল্যাটফর্ম। সেখানে শুধু নারী উদ্যোক্তারাই পোস্ট করতে পারেন। এ প্ল্যাটফর্মটি মূলত দেশীয় পণ্য নিয়ে কাজ করা নারী উদ্যোক্তাদের ব্যবসায়িক নেটওয়ার্কিং সাপোর্ট দিয়ে থাকে।