নতুন আক্রান্ত ৩, রাঙামাটিতে করোনা শনাক্ত বেড়ে ৪৬
গত বৃহস্পতিবার আসা ৭৯টি রিপোর্টের সবগুলোই নেগেটিভ আসার ‘সাময়িক স্বস্তি’ কাটতে না কাটতেই গতকাল শুক্রবার রাতে জানা গেলো উদ্বেগ আর উৎকণ্ঠার পুরনো সংবাদ। মে মাস জুড়ে এই শহরে করোনা আক্রান্তের ঝুঁকিতে যুক্ত হলো আরো তিনটি নাম। সব মিলিয়ে এখন পার্বত্য শহর রাঙামাটিতে করোনা আক্রান্তের সংখ্যা ৪৬।
গতকাল চট্টগ্রামের সীতাকুণ্ডের ফৌজদারহাটের বিআইটিআইডি এবং চট্টগ্রামের সিভাসু বিশ্ববিদ্যালয় থেকে আসা মোট ৪৫টি রিপোর্টের মধ্যে তিনটি পজিটিভ এবং ৪২টি নেগেটিভ এসেছে।
এ রিপোর্টে নতুন করে শনাক্ত তিন করোনা রোগীর একজন রাঙামাটি শহরের এবং বাকি দুজন নানিয়ারচর ও কাউখালী উপজেলার। রাঙামাটি শহরের আক্রান্ত ব্যক্তি শহরের অ্যালায়েন্স হাসপাতালের কর্মী বলে নিশ্চিত হওয়া গেছে।
নতুন করে তিনজন আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন রাঙামাটি সিভিল সার্জন অফিসের করোনা বিষয়ক ফোকাল পার্সন ডা. মোস্তফা কামাল।
তিনি জানিয়েছেন, এই তিনজনসহ রাঙামাটিতে এখন মোট আক্রান্তের সংখ্যা ৪৬। এদের মধ্যে প্রথম আক্রান্ত চারজন এরই মধ্যেই সুস্থ হয়েছেন এবং ১৪ দিনের চূড়ান্ত হোম কোয়ারেন্টিনে আছেন।
এর আগে ৬ মে রাঙামাটিতে প্রথমবারের মতো করোনা আক্রান্ত হন চারজন। এরপর ১২ মে একজন, ১৩ মে ৯ জন, ১৪ মে ১১ জন, ১৬ মে একজন, ১৯ মে ১৭ জন এবং ২২ মে তিনজন আক্রান্ত হলো করোনায়।