নরসিংদীতে আশঙ্কাজনক হারে বাড়ছে করোনায় আক্রান্তের সংখ্যা
নরসিংদীতে আশঙ্কাজনক হারে বাড়ছে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা। নতুন করে আরো ৩১ জনের করোনাভাইরাসজনিত কোভিড-১৯ রোগ শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট কোভিড-১৯ এ আক্রান্তের সংখ্যা ১৬৫ জন। এর মধ্যে চারজন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
এ ছাড়া জেলা হাসপাতাল,সদর হাসপাতাল ও সিভিল সার্জন অফিসসহ বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ৪৪ জন স্বাস্থ্যকর্মী আক্রান্ত হয়েছেন। ফলে জেলা জুড়ে এখন আতঙ্ক বিরাজ করছে।
সিভিল সার্জন অফিসের তথ্য মতে, গত ১৯ ও ২০ এপ্রিল ১১২ জনের নমুনা সংগ্রহ করা হয়। এর মধ্যে ৩১ জনের শরীরে কোভিড-১৯ এর উপস্থিতি পাওয়া যায়। বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে নরসিংদী জেলা করোনা প্রতিরোধ ইমারজেন্সি সেলের প্রধান ও অতিরিক্ত জেলা প্রশাসক ইমরুল কায়েস ও নরসিংদী জেলা সিভিল সার্জন ডা. ইব্রাহীম টিটন এ তথ্য নিশ্চিত করেছেন।
সিভিল সার্জন অফিসের তথ্য মতে, আক্রান্তদের মধ্যে নরসিংদী সদর উপজেলায় মোট ৮০ জন, রায়পুরায় ৩৩ জন, পলাশে সাতজন, শিবপুরে ১৭ জন, বেলাবতে ২৩ জন ও মনোহরদীতে পাঁচজন আক্রান্ত হয়েছে। নরসিংদী জেলায় এ পর্যন্ত ৬০৬ জনের নমুনা সংগ্রহ করে ঢাকায় আইইডিসিআরে পাঠানো হয়। যার মধ্য থেকে এ পর্যন্ত ১৬৫ জনের রিপোর্ট পজিটিভ আসে। আক্রান্তদের মধ্যে প্রায় ৩০ জনকে নরসিংদী ১০০ শয্যা বিশিষ্ট জেলা কোভিড-১৯ হাসপাতালসহ জেলার বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশনে রাখা হয়েছে।
নরসিংদী জেলা সিভিল সার্জন ডা. ইব্রাহীম টিটন বলেন, দুই দিনে ৩১ জনের করোনা পজিটিভ এসেছে। এ নিয়ে জেলায় মোট ১৬৫ জন করোনা রোগী শনাক্ত হয়েছে।