নরসিংদীতে করোনায় একজনের মৃত্যু, বাড়ি ফিরলেন ২০ জন
নরসিংদীর করোনা আক্রান্ত একজনের (৪৮) মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে চিকিৎসাধীন অবস্থায় ঢাকার কুয়েত মৈত্রী হাসপাতালে তাঁর মৃত্যু হয়। এ নিয়ে জেলায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দুজনের মৃত্যু হয়েছে।
এ ছাড়া জেলার ১৬৬ জন আক্রান্তের মধ্যে এ পর্যন্ত ২০ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। তবে জেলার প্রথম করোনা আক্রান্ত রোগী সুস্থ হয়ে বাড়ি ফেরার ছয় দিন পর আবার আক্রান্ত হয়েছেন।
নরসিংদীর জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইব্রাহিম টিটন বলেছেন, ‘মৃত ওই ব্যক্তি নরসিংদী সদরের বাসিন্দা ছিলেন। করোনার উপসর্গ দেখা দিলে তাঁকে ১০০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের আইসোলেশনে রাখা হয়। পরে তাঁর শ্বাসকষ্টের জটিলতা দেখা দিলে গত ১৫ এপ্রিল ঢাকার কুয়েত মৈত্রী হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। আজ শুক্রবার সকালে আল মারকাজুল ইসলাম ফাউন্ডশনের মাধ্যমে তাঁর লাশ গ্রামের বাড়িতে দাফন করা হয়েছে।
এদিকে, নরসিংদীর ১০০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের আইসোলেশনে থাকা ১৭ ব্যক্তি সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। তাঁদের সুস্থতার ছাড়পত্র দিয়ে বাড়িতে ফেরার অনুমতি দিয়েছেন জেলা হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. এম এন মিজানুর রহমান।
ছাড়পত্র পাওয়া ১৭ জনের মধ্যে ১৪ জনই স্বাস্থ্যকর্মী। অন্তত ১০ দিন আইসোলেশনে থাকা ওই ১৭ ব্যক্তির দুই ধাপে নমুনা পরীক্ষা করার পর রিপোর্ট নেগেটিভ আসায় তাঁদের বাড়িতে ফেরার ছাড়পত্র দেয় হাসপাতাল কর্তৃপক্ষ।
এর আগে আরো তিনজন সুস্থ হয়ে বাড়িতে ফেরেন। তবে জেলার পলাশ উপজেলার প্রথম করোনা আক্রান্ত রোগী ১০ দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশনে থেকে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে গত ১৬ এপ্রিল বাড়ি ফেরেন। ছয় দিন পর তাঁর শরীরে আবার করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া যায়। বিষয়টি নিশ্চিত করেছেন পলাশ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারহানা আলী।
ক্যাপশন : নরসিংদী জেলা সিভিল সার্জনের কার্যালয়। ছবি : সংগৃহীত