নরসিংদীতে করোনায় পুলিশ কর্মকর্তার মৃত্যু
নরসিংদীতে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মো. আসাদুজ্জামান (৫৬) নামের এক পুলিশ কর্মকর্তার মৃত্যু হয়েছে। গতকাল শনিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ঢাকার রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
আজ রোববার দুপুরে জেলা পুলিশের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আসাদুজ্জামান ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার বাসিন্দা। তিনি এক বছর ধরে নরসিংদী পুলিশ লাইনসে পুলিশ পরিদর্শক (আরআই-সশস্ত্র) হিসেবে কর্মরত ছিলেন।
জেলা পুলিশের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ায় গত ২০ মার্চ রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, করোনা ভাইরাসের সংক্রমণ থেকে মানুষকে নিরাপদ রাখতে আসাদুজ্জামান জীবনের ঝুঁকি নিয়ে কাজ করেছেন। কর্মজীবনে আসাদুজ্জামান আর্মড পুলিশ ব্যাটালিয়নসহ পুলিশের বিভিন্ন ইউনিটে দায়িত্ব পালন করেছেন।
এই পুলিশ কর্মকর্তার মৃত্যুতে নরসিংদী জেলা পুলিশ গভীরভাবে শোকাহত। একই সঙ্গে দেশের মানুষের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করতে তাঁর এমন আত্মত্যাগের জন্য পুলিশের প্রতিটি সদস্য গর্বিত।