নরসিংদীতে কাজে ফিরেছেন পাটকল শ্রমিকরা
শ্রমিকদের মজুরি কমিশনসহ ১১ দফা দাবি বাস্তবায়নের সরকারি আশ্বাসের পর কাজে যোগদান করেছেন নরসিংদীর পাটকল শ্রমিকরা। টানা পাঁচ দিন আমরণ অনশনের পর আজ শনিবার সকাল ১০টা থেকে কাজে যোগ দিয়েছেন তাঁরা। তবে ১৫ ডিসেম্বরের মধ্যে দাবি বাস্তবায়ন না হলে পুনরায় আন্দোলনে যাবেন বলে ঘোষণ দেন শ্রমিকরা।
ইউএমসি জুটমিল সিবিএর সভাপতি শফিকুল ইসলাম বলেন, ‘শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রীর আশ্বাসের কারণে আজ সকাল ১০টা থেকে আমরা কাজে যোগদান করেছি। তবে ১৫ ডিসেম্বরের মধ্যে দাবি বাস্তবায়ন না হলে ১৭ ডিসেম্বর পুনরায় আন্দোলনে যাব।’
বাংলাদেশ পাটকল সিবিএ-নন সিবিএ ঐক্য পরিষদ ডাকে ইউএমসি জুটমিলের শ্রমিকরা বকেয়া মজুরি কমিশন, পিএফএর টাকা দেওয়া ও বদলি শ্রমিকদের স্থায়ীকরণ, মজুরি কমিশনসহ গত মাসের ২৩ তারিখ থেকে ১১ দফার দাবিতে আন্দোলন শুরু করেন।
গত ১০ ডিসেম্বর দুপুর ১২টা থেকে দাবি আদায়ে ইউএমসি জুটমিল গেইটের সামনে আমরণ অনশন কর্মসূচি শুরু করেন। টানা অনশন আন্দোলনে অসুস্থ হয়ে পড়ে ১৩ জন শ্রমিক। এর মধ্যে সাতজনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।