নরসিংদীতে কাফনের কাপড় বেঁধে অনশনস্থলে পাটকল শ্রমিকরা
মজুরি কমিশন বাস্তবায়নসহ ১১ দফা দাবিতে টানা পঞ্চম দিনে গড়াল নরসিংদীর পাটকল শ্রমিকদের আমরণ অনশন কর্মসূচি। দাবি আদায়ে এবার কাফনের কাপড় মাথায় বেঁধে মাঠে নেমেছেন শ্রমিকরা। প্রচণ্ড শীত ও ঘন কুয়াশা উপেক্ষা করে দাবি আদায়ে শ্রমিকদের সঙ্গে যোগ দিয়েছেন তাঁদের পরিবারের সদস্যরাও।
এদিকে, টানা পাঁচ দিনের অনশনে বেশ কয়েকজন শ্রমিক অসুস্থ হয়ে পড়েছেন। তাঁদের মধ্যে হারুনুর রশিদ ও দুলাল মিয়া নামের দুজন শ্রমিক গুরুতর অসুস্থ হয়ে পড়ায় নরসিংদী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ছাড়া অসুস্থ হয়ে পড়া অন্য শ্রমিকদেরও চিকিৎসা দেওয়া হচ্ছে।
এদিকে, শ্রমিক আন্দোলনের ফলে জুট মিলের সব ইউনিটের উৎপাদন বন্ধ রয়েছে। ব্যাহত হচ্ছে স্বাভাবিক কার্যক্রম।
শ্রমিকরা জানিয়েছেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত এই আমরণ অনশন কর্মসূচি চলবে। এ ছাড়া এই অনশন কর্মসূচিতে তাঁদের পরিবারও অংশ নিয়েছে বলে জানান তাঁরা।
মজুরি কমিশন বাস্তবায়নসহ ১১ দফা দাবি আদায়ে গত রোববার সন্ধ্যা ৬টা থেকে বাংলাদেশ পাটকল সিবিএ-ননসিবিএ ঐক্য পরিষদের ডাকে ইউনাইটেড-মেঘনা-চাঁদপুর (ইউএমসি) জুট মিলসের গেটের সামনে এ আমরণ অনশন কর্মসূচি শুরু করেন শ্রমিকরা। অনশনস্থলে ইউএমসি জুট মিলের স্থায়ী ও অস্থায়ীসহ প্রায় পাঁচ হাজার শ্রমিক রয়েছেন।
এ ছাড়া অনশনস্থলে উপস্থিত রয়েছেন ইউএমসি জুট মিলের সিবিএর সভাপতি শফিকুল ইসলাম মোল্লা, সাধারণ সম্পাদক কামাল মিয়া, কাউছার আহাম্মেদ, সুমন খন্দকার, জাকির হোসেন, দেলোয়ার হোসেন, ননসিবিএ পরিষদের সাবেক সভাপতি আনিসুর রহমান, মোশারফ হোসেন, কাইয়ুম প্রধান, শামসুল আরেফিন, ইসা হাবিব রিপন সরকারসহ ঐক্য পরিষদের নেতাকর্মী ও সাধারণ শ্রমিকরা।
এর আগে গত ১০ ডিসেম্বর থেকে আমরণ অনশন কর্মসূচি পালন করেন পাটকল শ্রমিকরা। টানা পাঁচ দিন অনশনের পর আলোচনার জন্য কর্মসূচি স্থগিত করে কাজে যোগ দিয়েছিলেন শ্রমিকরা। তবে দাবি আদায় না হলে আবারও অনশনে নামেন তাঁরা।