নরসিংদীতে চিকিৎসকসহ নতুন ২৭ করোনা রোগী শনাক্ত
নরসিংদীতে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরো তিন চিকিৎসকসহ ২৭ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট করোনায় আক্রান্তের সংখ্যা ৯২ জন।
এর মধ্যে পলাশ উপজেলার একজন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। গতকাল বৃহস্পতিবার নতুন করে ৩৮ জনের নমুনা পরীক্ষা করা হয়। যার মধ্যে ২৭ জনের শরীরে করোনার উপস্থিতি পাওয়া যায়। নতুন আক্রান্তদের মধ্যে সদর উপজেলার ১২, বেলাবোতে ৯ জন, শিবপুরে ৪ জন ও রায়পুরা উপজেলার দুইজন রয়েছেন।
নরসিংদী জেলা করোনা প্রতিরোধ ইমারজেন্সি সেল প্রধান ও অতিরিক্ত জেলা প্রশাসক ইমরুল কায়েস এ তথ্য নিশ্চিত করেছেন।
আক্রান্তদের মধ্যে সর্বমোট নরসিংদী সদর উপজেলায় মোট ৪৮ জন, রায়পুরায় ১২ জন, পলাশে ৩ জন, শিবপুরে ১২ জন, বেলাবতে ১১ জন ও মনোহরদীতে ৬ জন আক্রান্ত হয়েছেন।
নরসিংদী জেলায় এ পর্যন্ত ৩৬৩ জনের নমুনা সংগ্রহ করে আইইডিসিআর এ পাঠানো হয়। যার মধ্য থেকে এ পর্যন্ত ৯২ জনের রিপোর্ট পজেটিভ আসে। আক্রান্তদের নরসিংদী ১০০ শয্যা বিশিষ্ট জেলা কোভিড-১৯ হাসপাতালসহ জেলার বিভিন্ন উপজেলা স্ব্যাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশনে রাখা হয়েছে।
অতিরিক্ত জেলা প্রশাসক ইমরুল কায়েস বলেন, ‘বৃহস্পতিবার ৩৮ জনের নমুনা সংগ্রহ করে স্বাস্থ্য বিভাগ। পরে সেগুলো আইইডিসিআরে পাঠানো হয়। সেগুলোর মধ্যে থেকে আজ ২৭ জনের করোনা পজেটিভ আসে।