নরসিংদীতে ঠাণ্ডা-শ্বাসকষ্টে দিনমজুরের মৃত্যু, এলাকায় আতঙ্ক
নরসিংদীর রাঙ্গামাটি এলাকায় ঠাণ্ডা ও শ্বাসকষ্টে ভুগে জাফর (৪৫) নামের এক দিনমজুর মারা গেছেন। পৌর শহরের রাঙ্গামাটি এলাকার ভাড়া বাড়িতে আজ বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে জাফরের মৃত্যু হয়। তিনি কিছুদিন আগে রাঙ্গামাটি এলাকায় বাসা ভাড়া নিয়েছিলেন।
এদিকে ঠাণ্ডা-কাশিতে জাফরের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক আতঙ্ক সৃষ্টি হয়। পরে পুলিশ ও স্ব্যাস্থ্য বিভাগের কর্মকর্তারা জাফরের বাসা পরিদর্শন করে নমুনা সংগ্রহ করেন। পরিবারের লোকজন জাফরকে ব্রাহ্মণবাড়িয়ায় গ্রামের বাড়িতে নেওয়ার চেষ্টা করলেও পুলিশি প্রহরায় আজ সন্ধ্যার পর রাঙ্গামাটি কবরস্থানে লাশ দাফন করা হয়।
পুলিশ ও পরিবারের সদস্যরা জানিয়েছেন, জাফর দিনভিত্তিক বিভিন্ন এলাকায় রিকশাভ্যান ও দিনমজুরের কাজ করে জীবিকা নির্বাহ করতেন। এক সপ্তাহ ধরে তাঁর ঠাণ্ডা ও শ্বাসকষ্ট দেখা দেয়। ফার্মেসি থেকে ঠাণ্ডা-কাশির ঔষধ কিনে খেলেও হাসপাতালে যাননি। আজ বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে শ্বাসকষ্টে তাঁর মৃত্যু হয়।
সদর মডেল থানার ওসি সৈয়দুজ্জামান জানিয়েছেন, জাফর দীর্ঘদিন ধরে অ্যাজমায় ভুগছিলেন। এক সপ্তাহ ধরে তাঁর ঠাণ্ডা ও শ্বাসকষ্ট বেড়ে যায়। শ্বাসকষ্টে আজ তাঁর মৃত্যু হয়। প্রায় পাঁচ বছর ধরে তিনি শ্বাসকষ্টে ভুগছিলেন।
নরসিংদীর সিভিল সার্জন ডা. মো. ইব্রাহিম টিটন বলেন, ‘আমাদের মেডিকেল টিম ঘটনাস্থলে গিয়ে মৃত ব্যক্তির নমুনা সংগ্রহ করেছে। তিনি কোভিড-১৯ বা করোনায় আক্রান্ত ছিল কি না, তা পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। পরীক্ষার রেজাল্ট এলেই নিশ্চিত হওয়া যাবে, ওই ব্যক্তি করোনায় আক্রান্ত ছিলেন কি না।’