নরসিংদীতে পাটকল শ্রমিকদের অনশন চলছে, দুজন হাসপাতালে
নরসিংদীতে তৃতীয় দিনের মতো ইউনাইটেড-মেঘনা-চাঁদপুর (ইউএমসি) জুট মিলসের পাটকল শ্রমিকদের আন্দোলন চলছে। প্রচণ্ড শীত ও ঘন কুয়াশা উপেক্ষা করে শ্রমিকরা আমরণ অনশন চালিয়ে যাচ্ছে। এরই মধ্যে হারুনুর রশিদ ও দুলাল মিয়া নামের দুই শ্রমিক গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। তাঁদের নরসিংদী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এদিকে শ্রমিকদের অনশনের ফলে ইউএমসি জুট মিলসের সব ইউনিটের উৎপাদন বন্ধ রয়েছে। ব্যাহত হচ্ছে স্বাভাবিক কার্যক্রম।
মজুরি কমিশন বাস্তবায়নসহ ১১ দফা দাবি আদায়ে গত রোববার সন্ধ্যা ৬টা থেকে বাংলাদেশ পাটকল সিবিএ-নন সিবিএ ঐক্য পরিষদের ডাকে ইউএমসি জুট মিলের শ্রমিকরা মিল গেইটের সামনে এ আমরণ অনশন কর্মসূচি শুরু করে। অনশনে ইউএমসি জুট মিলের স্থায়ী ও অস্থায়ী মিলিয়ে প্রায় পাঁচ হাজার শ্রমিক রয়েছে।
এর আগে ১০ ডিসেম্বর থেকে আমরণ অনশন শুরু করে ইউএমসি জুট মিলসের শ্রমিকরা। টানা পাঁচদিন আন্দোলনের পর আলোচনার জন্য কর্মসূচি স্থগিত করে কাজে যোগ দেয় শ্রমিকরা।