নরসিংদীতে পারিবারিক কলহের জেরে গৃহবধূ খুন
নরসিংদী সদরের চরাঞ্চলে পারিবারিক কলহের জেরে স্বামীর হাতে প্রাণ হারালেন স্ত্রী। হত্যাকাণ্ডের পর মরদেহ ফেলে দেওয়া হয় বাড়ির পাশে পুকুরে। আজ শুক্রবার দুপুরে পুলিশ গিয়ে সেই পুকুর থেকে মরদেহ উদ্ধার করে। তার আগেই গা-ঢাকা দেন স্বামী আরমান গাজী।
এর আগে গতকাল বৃহস্পতিবার রাতে সদর উপজেলার নজরপুর ইউনিয়নের বুদিয়ামারা কালাইগোবিন্দপুর গ্রামে এ খুনের ঘটনা ঘটে। নিহত দিনা আক্তার (৩২) নরসিংদী সদর উপজেলার আলোকবালী গ্রামের বাসিন্দা ওমর ফারুকের মেয়ে।
পুলিশ জানিয়েছে, প্রায় ১৫ বছর আগে নরসিংদী সদর উপজেলার নজরপুর ইউনিয়নের কালাইগোবিন্দপুর গ্রামের আরমান গাজীর সঙ্গে তার বিয়ে হয়। তাদের ঘরে দুটি মেয়ে ও একটি ছেলে সন্তান আছে।
সম্প্রতি আরমান গাজী ব্যবসায় ঋণগ্রস্ত হয়ে পড়েন। এ নিয়ে মানুষিকভাবে বিপর্যস্ত ছিলেন। এরই মধ্যে গতকাল রাতে তুচ্ছ বিষয় নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে কথাকাটাকাটি হয়। কথাকাটাকাটির একপর্যায়ে আরমান গাজী তার স্ত্রীকে লোহার রড দিয়ে মাথায় আঘাত করেন। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
পরে মরদেহ বিচানার তোষকে মুড়িয়ে বাড়ির পাশের পুকুরে ফেলে দেন। বিষয়টি জানাজানি হলে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে দিনার মরদেহ উদ্ধার করে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাসেম ভূঁইয়া বলেন, ‘পুকুর থেকে তোষকে মোড়ানো অবস্থায় এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।