নরসিংদীতে পিকআপ-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২
নরসিংদী সদর উপজেলায় পিকআপভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চালকসহ দুজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো দুজন।
উপজেলার ভগীরথপুর এলাকার ঢাকা-সিলেট মহাসড়কে আজ শুক্রবার সকালে এ দুর্ঘটনা ঘটনা ঘটে। মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু তাহের দেওয়ান বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে; তাঁর নাম আবদুল বারেক। তিনি উপজেলার কান্দাইল এলাকার বাসিন্দা।
পুলিশ জানিয়েছে, আজ সকালে মাধবদীর শেখেরচর থেকে খুচরা ব্যাবসায়ীরা একটি পিকআপভ্যানে কাপড়বোঝাই করে ঢাকায় যাচ্ছিল। পিকআপটি ভগীরথপুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি পাথরবোঝাই ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পিকআপের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। এ সময় ঘটনাস্থলেই পিকআপের চালকসহ দুজনের মৃত্যু হয়। এ ছাড়া আহত হন আরো দুজন।
খবর পেয়ে মাধবদী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।