নরসিংদীতে পিস্তলসহ দুই সন্ত্রাসী গ্রেপ্তার
নরসিংদীতে বিদেশি পিস্তলসহ দুই সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। আজ শুক্রবার ভোরে শহরের বাসাইল এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
আজ দুপুরে সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) ও জেলা পুলিশের মিডিয়া সমন্বয়ক ইনামুল হক সাগর।
গ্রেপ্তারকৃতরা হলেন নরসিংদী শহরের নেকজানপুর এলাকার নজরুল ইসলাম (৩৭) ও দক্ষিণ পুরানপাড়া এলাকার কাউছার মিয়া (৩৬)।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানা যায়, আজ ভোরে গোপন সংবাদের ভিত্তিতে জেলা ডিবির পরিদর্শক রুপণ কুমার সরকার ও উপপরিদর্শক (এসআই) তাপস কান্তি রায় তাদের দল নিয়ে শহরের বাসাইল এলাকায় অভিযান চালায়। এ সময় বাসাইল এলাকার মোহাম্মদ হোসেন আলীর বাড়ির ভাড়াটিয়া সন্ত্রাসী নজরুল ইসলামের কক্ষ থেকে একটি বিদেশি পিস্তল জব্দ করা হয়। পরে নজরুল ইসলাম ও কাউসার মিয়াকে গ্রেপ্তার করা হয়।
অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) ও জেলা পুলিশের মিডিয়া সমন্বয়ক ইনামুল হক সাগর জানান, গ্রেপ্তারকৃত আসামিরা দীর্ঘদিন ধরে নরসিংদীসহ আশপাশ জেলায় সন্ত্রাসীমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। তাদের প্রত্যেকের বিরুদ্ধে এর আগে হত্যাসহ একাধিক মামলা রয়েছে। এ ঘটনায় নরসিংদী মডেল থানায় নিয়মিত মামলা করা হয়েছে।