নরসিংদীতে বাস-প্রাইভেটকারের সংঘর্ষে নিহত ৪
নরসিংদীর বেলাবো উপজেলায় যাত্রীবাহী বাস ও প্রাইভেটকারের সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো একজন।
আজ শুক্রবার বিকেল ৫টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কে উপজেলার দড়িকান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি।
বেলাবো থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ভৈরব থেকে যাত্রীবাহী একটি বাস ঢাকার দিকে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা প্রাইভেটকারের সঙ্গে বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে প্রাইভেটকারটি দুমড়ে মুচড়ে যায়।
এ সময় ঘটনাস্থলেই চারজন মারা যান। আহত হন আরো একজন। আহত ব্যক্তিকে উদ্ধার করে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তাঁর অবস্থাও আশঙ্কাজনক।