নরসিংদীতে বাড়ছে করোনায় আক্রান্তের সংখ্যা, রেড জোনে লকডাউন
নরসিংদীতে করোনায় আক্রান্ত ও মৃতের সংখ্যা বেড়েই চলেছে। সংক্রমণ বেড়ে যাওয়ায় স্বাস্থ্য বিভাগের পরামর্শ অনুযায়ী জেলার মাধবদী পৌরসভার ৪ ও ৫ নম্বর ওয়ার্ডের আংশিক রেড জোন ঘোষণার পর এলাকা দুইটি লকডাউন ঘোষণা করেছে জেলা প্রশাসন।
অন্যদিকে, ওই দুটি এলাকার সরকারি-বেসরকারি চাকরিজীবীসহ লোকজনকে সাধারণ ছুটির আওতায় আনা হয়েছে। সেখানে জেলা প্রশাসনের কঠোর নজরদারির পাশাপাশি রয়েছে জেলা পুলিশের সার্বক্ষণিক প্রহরা। জরুরি প্রয়োজন ছাড়া কেউ যাতায়াত করতে পারছে না।
জেলা সিভিল সার্জন ডা. ইব্রাহীম টিটন বলেছেন, 'জেলায় গত ২৪ ঘণ্টায় নতুন করে পাঁচজন আক্রান্ত হয়েছে। জনসাধারণের মধ্যে স্বাস্থ্যবিধি মেনে না চলার প্রবণতাই এখানে করোনা পরিস্থিতিকে ক্রমেই অবনতির দিকে নিয়ে যাচ্ছে। জেলায় এ পর্যন্ত নমুনা পরীক্ষা করা হয়েছে ৬ হাজার ৬৬৪ জনের। মোট আক্রান্তের সংখ্যা এক হাজার ২৪৮ জন। কেবল সদর উপজেলাতেই আক্রান্ত হয়েছে ৮২৪ জন। এছাড়া করোনা হাসপাতাল ও হোম আইসোলেশনে রয়েছে ২৮ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে ৭০৯ জন।'
নরসিংদী সদর উপজেলার কুইক রেসপন্স টিমের আহ্বায়ক ও সহকারী কমিশনার (ভূমি) শাহ আলম মিয়া বলেন, 'সংক্রমণ ঠেকাতে রেড জোন এলাকা দুটিকে ১২ জুন থেকে লকডাউন করা হয়েছে। লকডাউন বাস্তবায়নে জেলা প্রশাসন কাজ করছে। ওই এলাকার বাসিন্দাদের কাছে নিত্য প্রয়োজনীয় খাদ্যসামগ্রী ও ওষুধ পৌঁছে দিচ্ছে প্রশাসনের লোকজন।