নরসিংদীতে বিএনপির বিপ্লব ও সংহতি দিবস পালনে পুলিশের বাধা
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে নরসিংদীতে আয়োজিত বিএনপির আলোচনা সভায় বাধা দেয় পুলিশ। আজ রোববার বিকেলে জেলা বিএনপির আয়োজিত আলোচনা সভায় এ ঘটনা ঘটে।
সভা চলাকালে নেতাকর্মীদের ছত্রভঙ্গসহ গণগ্রেপ্তারের চেষ্টা চালানোর অভিযোগ ওঠে পুলিশের বিরুদ্ধে। এ সময় ছবি তুলতে গেলে সাংবাদিকদের ক্যামেরা ছিনিয়ে নেয় পুলিশ। পরে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) হস্তক্ষেপে সাংবাদিকদের ক্যামেরা ফিরিয়ে দেওয়া হয়।
জেলা বিএনপির চিনিশপুর কার্যালয়ে বিপ্লব ও সংহতি দিবসের আনুষ্ঠানিকতা ঘিরে ব্যাপক নেতাকর্মীর সমাগম ঘটে। অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে অনুষ্ঠান সংক্ষিপ্ত করার তাগিদ দেয় পুলিশ। একাধিকবার তাগিদের পর কার্যালয়ের বাইরে অবস্থানরত নেতাকর্মীদের পুলিশ ধাওয়া দেয় এবং গণগ্রেপ্তারের চেষ্টা চালায়। ওই সময় নেতাকর্মীরা দৌড়ে সটকে পড়ে।
খবর পেয়ে সাংবাদিকরা ছবি তুলতে ঘটনাস্থলে উপস্থিত হয়। এ সময় সাংবাদিকদের বাধা দেয় পুলিশ। পরে সাংবাদিকদের ক্যামেরা ছিনিয়ে নেওয়া হয়।
পুলিশের এমন কর্মকাণ্ডে ক্ষোভ জানিয়েছেন সাংবাদিকরা। পরে সদর থানার ওসি সওগাতুল আলম উপস্থিত হয়ে সাংবাদিকের ক্যামেরা ফিরিয়ে দেন।
পুলিশি বাধায় ওই সময়ই বিএনপির আলোচনা সভা সমাপ্ত করা হয়। তবে বিএনপির সমাবেশ থেকে কাউকে গ্রেপ্তার করেনি পুলিশ।
নরসিংদী জেলা বিএনপির সভাপতি ও বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকনের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন মাস্টার, শহর বিএনপির সভাপতি গোলাম কবির কামাল, সাধারণ সম্পাদক ফারুক উদ্দীন ভুইয়া, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক আকবর হোসেন, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, যুবদলের সাংগঠনিক সম্পাদক মোকাররম ভুইয়াসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা।
আলোচনা সভায় বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন বলেন, ‘আওয়ামী লীগ অগণতান্ত্রিক সরকার। তারা প্রশাসনের ওপর ভর করে সরকার টিকিয়ে রেখেছে। তাদের দুর্নীতির কারণে দেশে আজ অচলাবস্থা তৈরি হচ্ছে। নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি হচ্ছে। দেশের সাধারণ জনগণ অবহেলিত হলেও বাড়ছে তাদের ব্যাংকের টাকা। দেশের কোটি কোটি টাকা বিদেশে পাচার হচ্ছে। সাধারণ জনগণ এই অগণতান্ত্রিক সরকারকে প্রত্যাখ্যান করছে। আর সেই ভয় থেকেই তারা স্বৈরাচারী আচরণ করছে।