নরসিংদীতে যুবককে গুলি করে হত্যা, অস্ত্রসহ গ্রেপ্তার ১
নরসিংদী পৌর এলাকায় আজ রোববার আমির হোসেন নামের এক যুবককে গুলি করে হত্যা করা হয়। এ ঘটনায় শাহিন মোল্লা ওরফে পেটকাটা শাহিন ওরফে কবির হোসেন (৩৭) নামের একজনকে অস্ত্রসহ গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। শাহিন মোল্লার বাড়ি রায়পুরা উপজেলার রাজনগর গ্রামে।
জেলা গোয়েন্দা পুলিশ সূত্রে জানা যায়, গ্রেপ্তারকৃত শাহিন মোল্লা ও নিহত আমির হোসেন দীর্ঘদিন ধরে দলগতভাবে ডাকাতি করে আসছিলেন। শাহিনের বিরুদ্ধে এর আগে খুন, ডাকাতি ও অস্ত্রসহ ছয়টি মামলা রয়েছে। তাদের মধ্যে ডাকাতির টাকা ভাগ-বাটোয়ারা নিয়ে আজ সকালে কথা কাটাকাটি হয়। এরই একপর্যায়ে শাহিন আমির হোসনকে গুলি করে। এতে ঘটনাস্থলেই আমির হোসেনের মৃত্যু হয়।
নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার দত্ত বলেন, গ্রেপ্তারকৃত শাহিন মোল্লার বিরুদ্ধে একটি হত্যা মামলা করা হয়েছে। অস্ত্র মামলা প্রক্রিয়াধীন রয়েছে।