নরসিংদীতে শ্রমিককে সংঘবদ্ধ ধর্ষণের মামলা, গ্রেপ্তার ২
নরসিংদী শহরে স্পিনিং মিলের এক শ্রমিককে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ মামলা করা হয়েছে। ওই শ্রমিক আজ শুক্রবার বিকেলে সদর মডেল থানায় এ মামলা করেন।
এ ঘটনায় দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁরা হলেন নরসিংদী চৌয়ালা এলাকার মো. মনির (৩২) ও মো. হাসান (২১)।
জেলা পুলিশের মিডিয়া সমন্বয়ক রূপণ কুমার সরকার স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তি থেকে জানা যায়, পৌর শহরে পরিবারসহ ভাড়া থাকেন ওই নারী শ্রমিক। তিনি স্থানীয় একটি স্পিনিং মিলে শ্রমিকের কাজ করেন। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে খাবার কেনার জন্য মিলের বাইরে বের হন তিনি। নরসিংদী মডেল থানাধীন চৌয়ালা বালুর মাঠ সংলগ্ন গোলাপ মেম্বারের মিলের দক্ষিণ-পূর্ব কোণে ফাঁকা জায়গায় পূর্ব পরিচিত ইয়ামিন নামের এক ছেলের সঙ্গে কথা বলার সময় চৌয়ালা এলাকার মনিরসহ আরো তিন অজ্ঞাত পরিচয় যুবক ইয়ামিনকে মারধর করে আহত করেন। পরে ওই নারী শ্রমিককে পাশের বালুর মাঠের একটি খোলা জায়গায় নিয়ে যান। সেখানে মনিরসহ অন্যরা তাঁকে ধর্ষণ করে পালিয়ে যান। পরে আজ বিকেলে মনিরসহ অজ্ঞাত পরিচয় আরো তিনজনের বিরুদ্ধে সদর মডেল থানায় মামলা করেন ওই নারী শ্রমিক।
নরসিংদী সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) আতাউর রহমান বলেন, ‘আমরা সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ পেয়েছি। অভিযুক্ত দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। জিজ্ঞাসাবাদ চলছে। নির্যাতিত নারীকে ডাক্তারী পরীক্ষার জন্য নরসিংদী সদর হাসপাতালে পাঠানো হবে।’