নরসিংদীতে ২৪ ঘণ্টায় আরো ১২ জন শনাক্ত
নরসিংদীতে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরো ১২ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট কোভিড-১৯ এ আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১০৪ জন।
৪২ জনের নমুনা পরীক্ষা করা হলে নতুন করে ১২ জনের শরীরে কোভিড-১৯ এর উপস্থিতি পাওয়া যায়।
নতুন আক্রান্ত ১২ জনের মধ্যে রয়েছে শিবপুর উপজেলায় পাঁচজন, রায়পুরা উপজেলার পাঁচজন ও পলাশ উপজেলার দুইজন।
আজ শনিবার সন্ধ্যায় নরসিংদী জেলা করোনা প্রতিরোধ ইমারজেন্সি সেলের প্রধান ও অতিরিক্ত জেলা প্রশাসক ইমরুল কায়েস এ তথ্য নিশ্চিত করেছেন।
অতিরিক্ত জেলা প্রশাসক বলেন, ’গতকাল শুক্রবার ৪২ জনের নমুনা সংগ্রহ করে স্বাস্থ্য বিভাগ। পরে সেগুলো আইইডিসিআরে পাঠানো হয়। সেগুলোর মধ্যে থেকে আজ ১২ জনের করোনা পজেটিভ আসে।’