নরসিংদীতে ৫৪ জনের নমুনা পরীক্ষায় ২১ জনই করোনা পজিটিভ
নরসিংদীতে গত ২৪ ঘণ্টায় নতুন করে ২১ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৬৪ জনে। গতকাল বুধবার ৫৪ জনের নমুনা পরীক্ষা করা হলে নতুন করে এই ২১ জনের শরীরে কোভিড-১৯ এর উপস্থিতি পাওয়া যায়।
নতুন আক্রান্ত ২১ জনের মধ্যে সদর উপজেলার ১৬ জন এবং রায়পুরায় পাঁচজন রয়েছেন।
নরসিংদী জেলা করোনা প্রতিরোধ ইমারজেন্সি সেলের প্রধান ও অতিরিক্ত জেলা প্রশাসক ইমরুল কায়েস এবং জেলা সিভিল সার্জন ডা. ইব্রাহীম টিটন এ তথ্য নিশ্চিত করেছেন।
মোট আক্রান্তদের মধ্যে নরসিংদী সদর উপজেলায় ৩৬ জন, রায়পুরায় ১০ জন, পলাশে তিনজন, শিবপুরে আটজন, বেলাবতে দুজন ও মনোহরদীতে পাঁচজন রয়েছেন।
নরসিংদী জেলায় এ পর্যন্ত ৩২৫ জনের নমুনা সংগ্রহ করে আইইডিসিআর-এ পাঠানো হয়। যার মধ্য থেকে এ পর্যন্ত ৬৪ জনের রিপোর্ট পজেটিভ আসে। আক্রান্তদের নরসিংদী ১০০ শয্যাবিশিষ্ট জেলা কোভিড-১৯ হাসপাতালে স্থাপিত আইসোলেশনে রাখা হয়েছে।
নরসিংদী জেলা করোনা প্রতিরোধ ইমারজেন্সি সেলের সদস্য ও সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আবু কাউছার সুমন বলেন, ‘৫৪ জনের নমুনা পরীক্ষা করা হলে নতুন করে ২১ জন আক্রান্ত হয়। প্রথম ধাপের রিপোর্টে ১৮ জনের পজিটিভ আসে। পরবর্তী সময়ে আরো তিনজনের রিপোর্ট পজেটিভ আসে। এ নিয়ে নরসিংদী জেলায় চিকিৎসক ও সংবাদকর্মীসহ ৬৪ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।’