নরসিংদীর মির্জাচরে দুর্বৃত্তদের গুলিতে ইউপি চেয়ারম্যানের মৃত্যু
নরসিংদী রায়পুরার মির্জাচরে দুর্বৃত্তদের গুলিতে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জাফর ইকবাল মানিক মারা গেছেন। আজ শনিবার মির্জাচরের শান্তিপুর স্কুল মাঠে আয়োজিত এক সভায় চেয়ারম্যানকে লক্ষ্য করে গুলি চালায় দুর্বৃত্তরা। পরে হসপাতালে নেওয়ার পর তাঁর মৃত্যু হয়।
নিহত জাফর ইকবাল মানিক মির্জাচর গ্রামের মৃত আব্দুল মোতালিব মিয়ার ছেলে। তিনি টানা দুই বার মির্জাচর ইউনিয়ন পরিষদ থেকে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। একই ইউনিয়নের যুবলীগ সভাপতি তিনি।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন নিহতের ভাই বারসন মিয়া। বিভিন্ন অভিযোগও রয়েছে তাঁর। দাবি করেন—‘পূর্বশত্রুতার জেরে’ খুন হয়েছেন তার ভাই।
রায়পুরা অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) সত্যজিত ঘোষ বলেন, ‘চেয়ারম্যান গুলিবিদ্ধ হয়েছে। কিন্তু মারা যাওয়ার বিষয়টি এখনও নিশ্চিত হতে পারিনি। তাকে প্রথমে নরসিংদী সদর হাসপাতাল ও পরে ঢাকায় নেওয়া হয়েছে। আমরা এলাকায় যাচ্ছি।’