নরসিংদী জেলা আ. লীগের সভাপতি-সাধারণ সম্পাদককে অব্যাহতি
নরসিংদী জেলা আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম হিরু ও সাধারণ সম্পাদক আব্দুল মতিন ভূঁইয়াকে তাঁদের পদ থেকে অব্যাহতি দিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ। একইসঙ্গে জেলা আওয়ামী লীগের সহসভাপতি জিএম তালেবকে ভারপ্রাপ্ত সভাপতি ও যুগ্মসাধারণ সম্পাদক পীরজাদা কাজী মোহাম্মদ আলীকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়েছে।
আজ বৃহস্পতিবার বাংলাদেশ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির গঠনতন্ত্রের বিধি মোতাবেক এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়।