নরসিংদী পৌর নির্বাচনে দুই প্রার্থীর ৭ ক্যাম্পে হামলা
আসন্ন নরসিংদী পৌর নির্বাচনে অংশ নেওয়া বিএনপির মেয়র পদপ্রার্থী হারুনুর রশিদ হারুনের চারটি ও আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী এস. এম কাইয়ুমের তিনটি প্রচার ক্যাম্প ভাঙচুরের অভিযোগ উঠেছে আওয়ামী লীগ সমর্থকদের বিরুদ্ধে। এ ঘটনায় দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে গতকাল মঙ্গলবার রাতে সংবাদ সম্মেলন করেন হারুনুর রশিদ।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে হারুনুর রশিদ অভিযোগ করে বলেন, নির্বাচনী পরিবেশ এতদিন সুষ্ঠু থাকলেও আওয়ামী লীগ সমর্থকদের নেতৃত্বে শহরে বিভিন্ন স্থানে আমার চারটি ক্যাম্পে ভাঙচুর, পোস্টার ছিড়ে ফেলা এবং প্রচারে বাধা দেওয়াসহ হামলার মাধ্যমে পরিবেশ নষ্ট করা হয়েছে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি সুলতান উদ্দিন মোল্লা, সহসভাপতি মনজুর এলাহীসহ জেলা বিএনপির অন্য নেতাকর্মীরা।