নরসিংদী-মাধবদীর তিন মেয়র পদপ্রার্থীর মনোনয়ন প্রত্যাহার
চতুর্থ ধাপে আগামী ১৪ ফেব্রুয়ারি নরসিংদী ও মাধবদী পৌর নির্বাচন অনুষ্ঠিত হবে। আজ মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে দুই পৌরসভার তিন মেয়র পদপ্রার্থী তাঁদের মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছেন। এ ছাড়া একজন কাউন্সিলর পদপ্রার্থীও মনোনয়ন প্রত্যাহার করেছেন।
আজ মঙ্গলবার জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত আবেদন দিয়ে তাদের প্রার্থিতা প্রত্যাহার করে নেন।
জেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, নরসিংদী পৌরসভায় মেয়র পদে সাতজন মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। তারা হলে আওয়ামী লীগ মনোনীত আমজাদ হোসেন বাচ্চু, বিএনপির মো. হারুন অর রশিদ, স্বতন্ত্র প্রার্থী এস এম কাইয়ুম, আশরাফ হোসেন সরকার, মোন্তাজ উদ্দিন ভুইয়া, রিপন সরকার ও ইসলামী আন্দোলন বাংলাদেশের আসাদুল হক। এর মধ্যে যাচাই বাছাইয়ে মোন্তাজ উদ্দিন ভুইয়ার মনোনয়নপত্র বাতিল হয়ে যায়।
এ ছাড়া মাধবদী পৌরসভায় মেয়র পদে পাঁচজন তাঁদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। তাঁরা হলেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোশাররফ হোসেন, বিএনপির মো. আনোয়ার হোসেন, স্বতন্ত্র প্রার্থী ফরিদা ইয়াসমিন, মো. আনোয়ার হোসেন ও ইসলামী আন্দোলনের মনির হোসেন শামিম।
এদিকে, আজ জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত আবেদন দিয়ে নরসিংদী পৌরসভা থেকে আওয়ামী লীগ মনোনীত আশরাফ হোসেন সরকার, রিপন সরকার এবং মাধবদী পৌরসভা থেকে আওয়ামী লীগের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী মো. আনোয়ার হোসেন প্রার্থিতা প্রত্যাহার করেন। এ ছাড়া নরসিংদী পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড থেকে মোহাম্মদ ইসলাম নামের এক কাউন্সিলর পদপ্রার্থীও তাঁর মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন।
চতুর্থ ধাপে আগামী ১৪ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য নরসিংদী পৌরসভার নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়ন পান আশরাফ হোসেন সরকার। লোকমান হত্যার চার্জশিটভুক্ত আসামি হওয়ায় মনোনয়ন পাওয়ার একদিন পর প্রার্থী বদল করে আমজাদ হোসেন বাচ্চুকে প্রার্থী নির্বাচন করেন আওয়ামী লীগের নীতি নির্ধারকরা।
জেলা রিটার্নিং কর্মকর্তা অতিরিক্ত জেলা প্রশাসক কমল কুমার ঘোষ জানিয়েছেন, নরসিংদী পৌরসভা নির্বাচনে মেয়র পদে দুই প্রার্থী ও একজন কাউন্সিলর পদপ্রার্থী তাঁদের মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন। ফলে এখন আওয়ামী লীগ, বিএনপি, স্বতন্ত্র ও ইসলামী আন্দোলন বাংলাদেশসহ চার প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। এ ছাড়া মাধবদী থেকেও আওয়ামী লীগের এক বিদ্রোহী মেয়র পদপ্রার্থী তাঁর মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন।