নাঙ্গলকোটে বিএনপি-আ.লীগ ধাওয়া পাল্টাধাওয়া, পুলিশসহ আহত ২৫
কুমিল্লার নাঙ্গলকোটে বিএনপি ও আওয়ামী লীগের পাল্টাপাল্টি সমাবেশে উভয় পক্ষের নেতাকর্মীদের মধ্যে ধাওয়া পাল্টাধাওয়া হয়েছে। এ সময় ছয় পুলিশ সদস্যসহ অন্তত ২৫ জন আহত হয়েছেন। আজ বুধবার বেলা ১১টায় এ ঘটনা ঘটে।
পুলিশের একটি পিকআপভ্যান ভাঙচুর করা হয় এবং একটি মোটরসাইকেলে অগ্নিসংযোগ করা হয়।
এ ঘটনার পর বিএনপির সমাবেশ পণ্ড হয়ে যায়।
কুমিল্লা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার কাজী আবদুর রহিম বলেন, ‘আজ বুধবার সকালে বিএনপির পূর্বঘোষিত জনসভা ছিল নাঙ্গলকোটে। বিএনপির নেতাকর্মীরা নাঙ্গলকোট সদরের লোটাস চত্তরে অবস্থান নেয়। এদিকে আওয়ামী লীগের নেতাকর্মীরাও নাঙ্গলকোটের রেলস্টেশন এলাকায় অবস্থান নেয়। পরে উভয়ের মধ্যে ধাওয়া পাল্টাধাওয়া হয়। এ সময় বিক্ষুব্ধরা পুলিশের একটি গাড়ি ভাঙচুর করে ও একটি মোটরসাইকেল পুড়িয়ে দেয়। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।’
পুলিশ বিক্ষুব্ধ আওয়ামী লীগ ও বিএনপির নেতাকর্মীদের ছত্রভঙ্গ করতে কয়েক রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করে। ঘটনাস্থলে অতিরিক্ত মোতায়েন করা হয়েছে।