নাটোরের গুরুদাসপুরে বৃদ্ধকে কুপিয়ে হত্যা
নাটোরের গুরুদাসপুর উপজেলার পূর্ব নওয়াপাড়া গ্রামে বাবলু সাকিদার (৭০) নামের এক বৃদ্ধকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল রোববার রাত ১০টার দিকে স্থানীয় বাজার থেকে ফেরার পথে বাবলু সাকিদার এ হামলার শিকার হন। বাবলু সাকিদার উপজেলার পূর্ব নওপাড়া গ্রামের বাসিন্দা।
এলাকাবাসী জানায়, বাবলু সাকিদার রোববার রাত ১০টার দিকে স্থানীয় বাজার থেকে বাড়ি ফিরছিলেন। পথে দুর্বৃত্তরা তাঁকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)আব্দুর রাজ্জাক জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় রাখা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, জমি সংক্রান্ত বিরোধের কারণে এ হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে।