নাটোরে করোনায় চারজনের মৃত্যু, নতুন শনাক্ত ১১৪
নাটোর জেলা সিভিল সার্জন, চার চিকিৎসকসহ ১৭ স্বাস্থ্যকর্মী করোনায় আক্রান্ত হওয়ায় স্বাস্থ্যসেবা নিয়ে দেখা দিয়েছে সংশয়। আজ সোমবার নাটোরে করোনায় চারজনের মৃত্যু হয়েছে এবং নতুন করে শনাক্ত হয়েছে ১১৪ জন।
নাটোর সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, জেলায় করোনার বিস্তার নিয়ন্ত্রণেই আসছে না। গত ২৪ ঘণ্টায় সদর হাসপাতালের করোনা ইউনিটে আরও চারজনের মৃত্যু হয়েছে।
এদিকে করোনায় আক্রান্ত হয়েছেন নাটোরের সিভিল সার্জন ডা. কাজী মিজানুর রহমান।
গতকাল নাটোর সদর হাসপাতালের চার চিকিৎসকসহ ১৭ স্বাস্থ্যকর্মী করোনায় আক্রান্ত হওয়ায় করোনা রোগীদের চিকিৎসাসেবা নিয়ে দেখা দিয়েছে সংশয়। সবশেষ গত ২৪ ঘণ্টায় নটোরে নতুন করে আরও ১১৪ জন করোনায় আক্রান্ত হওয়ার কথা জানিয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ।
এদিকে, ভ্যাকসিন নিতে দ্বিতীয় দিনের মতো উপচেপড়া ভিড় দেখা গেছে সদর হাসপাতালের তিনটি টিকাদান কেন্দ্রে। নেই শারীরিক দূরত্ব মানার বালাইও। অনেকেই রেজিস্ট্রেশন করে ম্যাসেজ না পেয়েই টিকা নিতে চলে আসায় এ ভিড় হচ্ছে। এবার নাটোরে ২৬ হাজার ৪০০ টিকা এসেছে।